তরুন সংঘ ভদন্ত মনীষা শরনংকর থের একক সদ্ধর্ম দেশনা

ধুতাঙ্গ সাধক, অরণ্যচারী, বিমুক্তি সাধনায় রত, তরুন সংঘ ভদন্ত মনীষা শরনংকর থের মহোদয়ের একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভদন্ত শরনংকর থের মহোদ, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মনিরুজ্জামান, বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া পি,এম,জে,এফ।

চট্টগ্রাম : বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতি-মহিলার আয়োজনে, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সার্বিক তত্তাবধানে এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সার্বিক সহযোগিতায় ধুতাঙ্গ সাধক, অরণ্যচারী, বিমুক্তি সাধনায় রত, তরুন সংঘ ভদন্ত মনীষা শরনংকর থের মহোদয়ের একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, ২য় পর্বের উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি অব পুলিশ ড.এস এম মনিরুজ্জামান বিপিএম,সিপিএম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সাধারণ সম্পাদক অধ্যাপিকা ববি বড়ুয়া।

ধুতাঙ্গ সাধক, অরণ্যচারী, বিমুক্তি সাধনায় রত, তরুন সংঘ ভদন্ত মনীষা শরনংকর থের মহোদয়ের একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভদন্ত শরনংকর থের মহোদ, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মনিরুজ্জামান, বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়–য়া পি,এম,জে,এফ।

শেয়ার করুন