
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন প্রবীণ সদস্য মোহাম্মদ নুুরুচ্ছাফা। চলৎশক্তি হারিয়েছেন অনেক আগেই। এখন আর চোখেও দেখেন না। তবুও নাতনিকে সাথে নিয়ে এসেছেন ভোট দিতে। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বসা নুরুচ্ছাফা হাতের ইশারায় নাতনিকে দেখিয়ে বললেন-ও (তারিন) পড়ে পড়ে আমাকে শোনাবে আমি বলে দিব কার নামের পাশে টীক চিহ্ন দিতে হবে।
বুধবার (৩১ জানুয়ারী) সকাল থেকে চলছিল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন। সেখানেই প্রবীণ ফটো সাংবাদিক শিশির ভট্টাচার্যের পাশে বসা ছিলেন নুরুচ্ছাফা। প্লাস্টিকের চেয়ারে বসা নুরুচ্ছাফার কোলের উপর দুটি স্ট্রেচার। ছোট ছোট সাদা শ্রূ। প্রথম দেখাতেই কিছুটা চেনা চেনা লাগলো। অনেকটা কৌতুহলবশত জানতে চাইলে এভাবেই বলতে থাকেন নুরুচ্ছাফা।
জানালেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়েছেন অনেক আগে। তার সদস্য নং ১৮৭। প্রতি নির্বাচনেই ভোট দিতে আসেন। প্রিয় সংগঠনের সাথে রয়েছে নিবিড় যোগাযোগ। সাংবাদিক নেতারাও খোঁজ-খবর রাখেন তার। বললেন-সংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরীর সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহলিব থেকে ৫০ হাজার করে দুইবার অনুদান পেয়েছেন। যেকারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ তিনি। সাংবাদিক নেতাদেরকেও কৃজ্ঞতা জানাতে ভোলেনি নুরুচ্ছাফা। তবে অনেকের নাম মনে করতে পারছেন না তিনি।

কর্ম জীবন শুরু করেছিলেন দৈনিক নয়াবাংলায় সম্পাদনা সহকারী হিসেবে যোগ দিয়ে। স্মৃতি হাতরিয়ে বললেন-তখন নয়াবাংলা প্রকাশ হতো পাথরঘাটা মিরিন্ডা লেন থেকে। সেই থেকে গণমাধমে কাজ করা শুরু। এরপর দৈনিক জামানা, দৈনিক ঈশান, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ এবং সবশেষে চট্টগ্রাম মঞ্চ থেকে অবসর গ্রহণ করেন নুরুচ্ছাফা। সবগুলো পত্রিকায় ছিলেন সম্পাদনা সহকারী।
লোহাগাড়ার পদুয়া এলাকার মেহের আলী মুন্সী বাড়ির মৃত আহমদ লুৎফর রহমানের কনিষ্ঠ সন্তান নুরুচ্ছাফা। নগরীর কাজীর দেউরী দুইনম্বর লেইনে জাভেদ কলোনীতে ভাড়া বাসায় থাকেন ৮ ছেলে-মেয়ে নিয়ে । দীর্ঘ ৪০ বছর একই এলাকায় বসবাসের কারণে এলাকার সকলের কাছে সাংবাদিক নুরুচ্ছাফা নামে ব্যাপক পরিচিত। তিনি সকল সহকর্মীর কাছে দোয়া চেয়ে বলেন-আমাকে তো প্রধানমন্ত্রী দেখছেন, আর কে দেখবে?