চেম্বার ফেস্টিভ্যাল উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যবসায়ীরা উন্নয়নের চাবিকাঠি, মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে

চট্টগ্রাম : দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জৃৃন, কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবসায়ীরা উন্নয়নের চাবিকাঠি। ২০২১ সালের মধ্যে মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে। এসময়ের মধ্যে মধ্যম আয়ের দেশ, দ্বিগুণ মাথাপিছু আয় এবং উন্নয়নশীল দেশে পদার্পণ করবে। ২০৩৩ সালের মধ্যে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যৌথ আয়োজনে চেম্বার ফেস্টিভ্যাল-২০১৮ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় মন্ত্রী সমৃদ্ধ দেশ গঠনে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এম.পি. বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে বলেন-প্রধানমন্ত্রীর দূরদর্শী, দক্ষ, সাহসী নেতৃত্বের কারণে এদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তার সুযোগ্য নেতৃত্বে ব্যবসা পরিধি বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃংখলা পরিস্থিতিকে নিরাপদ ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের গুরুত্বপূর্ণ নিয়ামক মন্তব্য করে তার সরকার জঙ্গীবাদ দমনসহ ব্যবসায়ীদের সকল প্রকার নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে বলে জানান।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন, চেম্বারের প্রাক্তন সভাপতি এমএ লতিফ এমপি ও এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)।

২দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে “দেশের অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনে ব্যবসায়ীদের প্রস্তুতি ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, বন্দর চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, ওম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী, চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সিকান্দর খান, ব্যবসায়ী নেতা তাহের সোবহান, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, দৈনিক পূর্বকোণ’র পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চিটাগাং ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান এস.এম. আবু তৈয়ব, সিএন্ডএফ’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, বিএসএ’র পরিচালক খায়রুল আলম সুজন ও প্রণয়ন’র সিইও স্থপতি সোহেল সাকুর।

বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বিগত বছরগুলোতে দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে তাতে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। এ ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হলে দেশ কাংখিত উন্নয়নের পথে এগিয়ে যাবে। এজন্য রাজনৈতিক মতভেদ ভুলে অর্থনৈতিক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা দূর করতে স্ব-স্ব অবস্থান থেকে সকল ব্যবসায়ীদের এগিয়ে আসতে আহবান জানান সিটি মেয়র।

সাংসদ এম. এ. লতিফ বলেন-বর্তমান সরকার মেগা প্রকল্পের কমিটমেন্টের পাশাপাশি তা বাস্তবায়ন করছে। তিনি দেশের সবাইকে মিলেমিশে সরকারের অনুসৃত নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এমএ. লতিফ এমপি বলেন-চীনের পরে বাংলাদেশই হবে ব্যবসা ও বিনিয়োগের পরবর্তী গন্তব্যস্থল। তাই রাতারাতি পরিবর্তনের আশা না করে সম্মিলিতভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। অর্থনীতির স্বাধীনতার জন্য আমাদের কাজ করতে হবে। তিনি রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে উঠে অর্থনীতি বিধ্বংসী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান।

এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন- গত অর্থবছরের বাংলাদেশের ৭.২৮ শতাংশ প্রবৃদ্ধি সাধিত হয়েছে। আগামীতে দেশের প্রবৃদ্ধি ৭.৪০ শতাংশ অর্জন করাই আমাদের লক্ষ্য। বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর উন্নয়ন বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর একনিষ্ঠ লক্ষ্য পরিপূর্ণ করার অংশ হিসেবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রæততায় এগিয়ে যাচ্ছে। আগামীতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুদূরপ্রসারী পরিবর্তনের প্রয়োজনে সরকারের প্রতি সুষ্ঠু নীতিমালা গ্রহণের তাগিদ প্রদান করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার ১১৫ বছরের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন। চট্টগ্রামের ব্যবসায়ীদের পক্ষে কাজ করছে ও দেশের ব্যবসায়ীদের স্বার্থে বলিষ্ঠ কন্ঠ হিসেবে পরিচিত। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ ব্যবসায়ীরা এই চেম্বারের সদস্য। চেম্বার ফেস্টিভ্যাল-২০১৮ আয়োজনের মাধ্যমে আমরা চেম্বারের সদস্যদের প্রতি সম্মান দেখাতে চাই। দেশে জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকার অভাবনীয় সাফল্যের পরিচয় দিয়েছে। দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বজায় রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা-বাণিজ্য করার ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল পাশা, রুশ এ্যাক্টিং কনসাল জেনারেল ভি. জাকারভ, চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি এসএম. শফিউল হক, মিয়ানমারের অনারারী কনসাল এ. এইচ এম. হাকিম আলী, ডিআইজি এস. এম. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ নূর-ই-আলম, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, সিসিসি কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় পিঠা উৎসব ও উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়ন, কারিগরি শিক্ষা, বে-টার্মিনাল নির্মাণ, সত্যিকার অর্থে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, চট্টগ্রাম বিমান বন্দরকে কার্গো পরিবহনে ব্যবহার করা, জুনের মধ্যে বন্দর সংশ্লিষ্ট ট্রাক টার্মিনাল নির্মাণসহ ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহবান জানান।

শেয়ার করুন