ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তে মাওবাদীদের হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় কর্তৃ্পক্ষ এ তথ্য জানায়।
জানা যায়, কোরাপাট থেকে কটাকের পথে প্রশিক্ষণের উদ্দেশে একটি পুলিশের গাড়ি বহর যাচ্ছিলো। গাড়িবহর লক্ষ্য করে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী বিস্ফোরণ ঘটালে ১২ জন পুলিশ সদস্য এবং এক বেসামরিক লোক বহনকারী একটি মিনিবাসটি হামলার শিকার হয়। এতে সাত পুলিশ সদস্য নিহত হন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
সরকারের শান্তি উদ্যোগ কর্মসূচির আহ্বানে সারা দিয়ে গত বছর ২৬ জন জ্যেষ্ঠ মাওবাদী এবং তাদের ৭শ’ মিলিশিয়া সদস্য আত্মসমর্পণ করেন।
এছাড়া গতবছরের অক্টোবরে মালকানগিরি জেলায় সরকারি বাহিনীর অভিযানে অন্তত ২৭ জন মাওবাদী নিহত হন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত