জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজীপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইশরাত জাহান শিল্পীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ, গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকারিয়া হায়দার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (গনিত) মোঃ জাহিরুদ্দিন আলম, জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার প্রমুখ।

পরে অতিথিরা বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ। সকালে বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন জয়দেবপুর দারুস সালাম (গোরস্থান) ফাজিল মাদ্রাসার প্রভাষক মাহমুদুল হাছান।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার রোখসানা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকারিয়া হায়দার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট দেওয়ান আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষকগণ।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত, শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ, মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকা গ্রুপে ৩২টি ইভেন্টে ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এ উপলক্ষে বিদ্যালয়কে মনোরম সাজে সজ্জিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান জানান, জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি পুরানো শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯২৩ সালে স্থাপিত, ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়েছে। গত ২০১৪ সালে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পেয়েছি। বিদ্যালয়টি বিজ্ঞ শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়াসহ সব বিষয়েই উপজেলার মধ্যে শ্রেষ্ঠ।