খালেদার সাজা হলে শান্তিপূর্ণ আন্দোলন করবে মহানগর বিএনপি

নগর বিএনপি সভাপতি ডা.শাহাদাত হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে শান্তিপূর্ণ আন্দোলন করবে চট্টগ্রাম মহানগর বিএনপি_এমনটাই জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।

নগর বিএনপির সভাপতি বলেন, নগরীর ৬ থেকে ৭টি পয়েন্টে অবস্থান নেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে টিম লিডাররা যোগাযোগ রাখছেন। তাদের কাছ থেকে নগর বিএনপির সিনিয়র নেতারা খোঁজ খবর নিচ্ছেন।

শাহাদাত হোসেন বলেন, জনগণকে জিম্মি করে বিএনপি কখনো রাজনীতি করেনি এখনো করতে চায় না। আমাদের নেত্রী আজও নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনের।

ছাত্রলীগ-যুবলীগ লাঠি নিয়ে মিছিল করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে উল্লেখ করে শাহাদাত বলেন, তারা আমাদের নেতা-কর্মীদের বাসায় হামলা চালিয়েছে। কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে না। এটা উদ্বেগের বিষয়।

নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, নেতা-কর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুত আছে। রায়কে ঘিরে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করবে।

এদিকে গ্রেফতার করে থানায় নিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে অভিযোগ করে নগর বিএনিপর সভাপতি ডা.শাহাদাত বলেন, বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের নামে মামলা দিচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের অন্য নেতাদেরও মামলায় আসামি করা হচ্ছে।

এদিকে নগর বিএনপির একটি অংশ বলছে, বৃহস্পতিবার খালেদা জিয়ার সাজা হলেও জোরালো আন্দোলন করতে পারবে না বিএনপি। কারণ হিসেবে তারা বলছে, শীর্ষ নেতাদের পক্ষ থেকে সঠিক নির্দেশনা না পাওয়া, কয়েক দিন আগে থেকে নেতা-কর্মীদের গ্রেফতার ও বাসায় তল্লাশির কারণে এলাকা ছেড়ে গেছেন অনেকে। এছাড়া নগর বিএনপির অনেক সিনিয়র নেতাও আত্মগোপনে চলে গেছেন। ফলে তৃণমূল নেতা-কর্মীরা সিদ্ধান্তহীনতায় রয়েছে।

অন্যদিকে পুলিশের কঠোর অবস্থানের কারণে ভীতি কাজ করছে তাদের মধ্যে। এই অবস্থায় আন্দোলন জোরদার হবে না বলে অভিমত অনেকের।

শেয়ার করুন