আতঙ্কিত হওয়া অর্থহীন, পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত : মহাপরিচালক

দেশের সাধারণ মানুষের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বুধবার রাতে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আতঙ্কিত হওয়া অর্থহীন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করবে সাধারণ মানুষ। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। কোন ধরনের অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে প্রতিহত করা হবে। আর এজন্য মাঠে র‍্যাবের সদস্যরা তৎপর রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠছে। আজ (বৃহস্পতিবার) ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালত-৫ এ মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে ঘিরে দেশব্যাপী জনমনে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক তৈরি হয়েছে।

কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচি, হুশিয়ারি ও রাজপথ দখলে রাখার ঘোষণায় মানুষের মাঝে এ উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে জননিরাপত্তায় সারা দেশে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন