[caption id="attachment_1937" align="alignleft" width="300"]
অভিনেত্রী ইলিনা ডিক্রুজ[/caption]
বলিউড অভিনেত্রী বলে কথা। এর উপর যদি একটু সুন্দরী হয় তবে একটু-আধটু বিড়ম্বনায় পরতে হয়। শোনতে হয় অম্লমধু মিশ্রিত বাক্যও। তাই বলে রীতিমত হেনস্তার শিকার হতে হয়? হা তাই হয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিনা ডিক্রুজ। তবে তাতে দমে যাননি এই সুন্দরী অভিনেত্রী। দীর্ঘদিন পর সম্প্রতি এক টুইট বার্তায় সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই জানিয়েছেন ইলিনা ডিক্রুজ। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ইলিনার মতে, ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাবা-মা তাকে সাহস জুগিয়েছিলেন। তাদের জন্যই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন বলিউডের এই সুন্দরী।
টুইটারে একটি প্রতিবেদনের লিঙ্ক পোস্ট করেন ইলিনা। প্রতিবেদনটিতে লেখা রয়েছে, আমি আমার প্রাক্তন প্রেমিকের কয়েকটি নোংরা এসএমএস ও ভয়েস নোট লিক করছি। সে-ই আমাকে এমনটা করতে বাধ্য করল।
ইলিনা এই মেয়েটির প্রশংসা করে বলেন, ও সাহস করে সত্যিটা সকলের সামনে বলতে পেরেছে। মেয়েটি যেই হোক, ওর জন্য আমার সম্মান রইল।
সংবাদ প্রতিবেদনে বলছে, আর এরপরই নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইলিনা। তিনি বলেন, এরকম হেনস্তার শিকার তাকেও হতে হয়েছিল। ‘ট্রমাটিক’ হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় ইলিনার পাশে দাঁড়িয়েছিলেন তার মা-বাবা। সবসময় সাহস জুগিয়েছিলেন তারা।
শুধু ইলিনাই নন, সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপও এরকমই একটি পোস্ট শেয়ার করেন। যেখানে একটি মেয়ে তার হেনস্তার কথা সকলের সামনে তুলে ধরেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত