রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক জামায়াতের ২৮ নারী কর্মীকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন প্রত্যেকের দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মোহাম্মাদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে জামায়াত ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত ২৮ জন নারীকে আটক করে পুলিশ।
শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটক জামায়াতের নারী কর্মীরা দীর্ঘদিন থেকে ওই বাসায় গোপন বৈঠকে বড় নাশকতার পরিকল্পনা করছিল ।
সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, গোপন তথ্য ছিল সন্দেহজনক ব্যক্তিরা ওই বাসায় যাতায়াত করত। পুলিশ গ্রেফতারের উদ্দেশ্যে ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লে দরজা খুলছিল না। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজা খুলে দেয়া হয়। এরপর ওই ফ্ল্যাট থেকে ২৮ নারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত নারীরা সবাই উচ্চ শিক্ষিত। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তার ছাড়াও অনেক নারী দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য।
ডিসি বিপ্লব আরও বলেন, আটকের সময় নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, লিফলেট ও নাশকতার পরিকল্পনার নথিপত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কেউ কেউ প্রকৃত পরিচয় গোপনের চেষ্টা করছিল। তাদের আদালতে নেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে সঠিক পরিচয় ও তাদের বৈঠকের রহস্য।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত