
খাগড়াছড়ি : খাগড়াছড়ি আলুটিলা পর্যটন এলাকায় ট্রাকচাপায় নারী-শিশুসহ ৭জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিকেল ৫টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ববি মারমার নামের একজন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
আহতের মধ্যে একশিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাকী নিহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া হওয়ার কথা ছিল।
এ উপলক্ষে পূণ্যানুষ্ঠানে হাজারো বৌদ্ধ ধর্মপ্রিয় নারী-পুরুষ হাজির হয়েছিলেন। এজন্য আলুটিলা পর্যটন এলাকায় প্রধান সড়কেও লোকারণ্য ছিল। সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মরদেহ ও আহতদের উদ্বার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হানান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পলাশকে আটক করা হয়েছে। সে মূলত গাড়ির হেলপার।