মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি : চকরিয়ায় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের বাসচাপায় রুশনা আক্তার (২১) নামে এক নারী নিহত হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিংঙ্গায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রুশনা আক্তার (২১) উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে টমটমযোগে মা রুশনা আক্তার মেয়েকে নিয়ে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা যাচ্ছিলেন। মহাসড়কের চিরিংঙ্গায় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টমটম থেকে ছিটকে কোলে থাকা শিশু তানিসাসহ মা রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় রুশনা। তবে অলৈাকিক ভাবে বেঁচে যায় কোলে থাকা দুই বছরের শিশুকন্য তানিসা।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত