চট্টগ্রাম: ব্রাজিলের রাষ্ট্রদূত মিস্টার জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে আসছেন।
এর আগে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানাবেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। সকাল পৌনে ১১টায় বিমান বন্দর থেকে সাদার্ন ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হবেন।
মূলত স্প্রিং সেমিস্টার-২০১৮ তে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রাজিলে উচ্চ শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা, সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ সুযোগসহ বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণে বক্তব্য দেবেন রাষ্ট্রদূত। ব্রাজিলের রাষ্ট্রদূতের সম্মানে প্রাচীন চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করবেন প্রফেসর সরওয়ার জাহান।
এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি পরিদর্শন, উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত