শেষ হলো দৈনিক পূর্বকোণ বত্রিশ বছরপূর্তি উৎসব
ভাষা সৈনিকের নাতির বিয়ের চিঠি ইংরেজিতে হলে কষ্ট লাগে

আঁয়ি কেনে পইজ্জুম, আঁয়ার পিএস পড়িত্তারিব : বাবুল

দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. ম. রজিমউদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন রাউজান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণ অতিক্রম করছে তেত্রিশ বছর। বত্রিশ বছরপূর্তির বর্ণিল আয়োজন পাঠক-দর্শক-শ্রোতাদের ভালবাসায় টইটুম্বুর। শুভেচ্ছা আর ভালবাসার ফুলে ফুলে সুরভিত পূর্বকোণ প্রান্তর। উৎসবে শুভেচ্ছা জানাতে এসে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়েছেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন-‘ভাষার মাসে ভাষার প্রতি শ্রদ্ধাশীল হোন। ভাষা সৈনিকের নাতির বিয়ের চিঠি যদি ইংরেজিতে হয় কষ্ট লাগে।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) পূর্বকোণ বত্রিশ বছর পেড়িয়ে পদার্পণ করেছে তেত্রিশ বছরে। প্রথম দিন থেকে সপ্তাহজুড়ে প্রকাশ করছে চট্টগ্রামের উপজেলাগুলোর উন্নয়ন ও সম্ভাবনা আর বঞ্চনার সচিত্র প্রতিবেদন ‘উপজেলা উপাখ্যান’। আজ বৃহস্পতিবার বিশেষ আয়োজন-উৎসবের শেষ দিন। সপ্তাহজুড়ে আয়োজিত বত্রিশ বছরপূর্তি উৎসবের প্রথম দিন সকাল থেকেই পূর্বকোণ কার্যালয়ে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণি-পেশাজীবী, ব্যবসায়ী নেতা, সাংবাদিক ও সুশীল সমাজ সংগঠক। রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সিটি মেয়র, সাংসদ, মন্ত্রী।

বর্ণিল অনুষ্ঠানটি সোসাল যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে আমরা নেটওয়ার্ক। নেট-দুনিয়ায় ফেসবুক লাইভে অনুষ্ঠানটি দেশ-বিদেশের কোটি মানুষের ভালবাসায় সিক্ত। দেশের কোন প্রিন্ট গণমাধ্যম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারের এমন আয়োজন এটাই প্রথম_এমনটাই মনে করেন পূর্বকোণ সম্পাদক ড. ম. রমিজউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম দিন দ্বিতীয় পর্বে সন্ধ্যায় পূর্বকোণ কার্যালয়ে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন রাউজান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার মোরশেদ আলমসহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি। এসময় পূর্বকোণ বত্রিশ বছরের অর্জন-ব্যর্থতার অনুভুতি ব্যক্ত করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তাঁর বক্তব্যশেষে মাইক্রোফোন হাতে নেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল। তিনি বলেন-‘আমার একটা অনুরোধ সাংবাদিক ভাইদের প্রতি। এটা ভাষার মাস। আমরা ভাষা আন্দোলন করি। খালি পায়ে কিন্তু সকাল বেলা একুশে ফেব্রুয়ারি পালন করি। কিন্তু আমরা ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে একটু ইংরেজি চিঠি না খিলে বাংলা চিঠিটা লিখলে পারি না? যে চিঠি আমার খালা পড়তে পারে না, আমার মা পড়তে পারে না, আমার বোন পড়তে পারে না, আমার মাসি পড়তে পারে না।’

ইতিমধ্যে উপস্থিত অতিথি আর ফেসবুক লাইভে হাজার হাজার শ্রোতার মনোযোগ কেড়ে নেন ওই চৌকশ সমাজসেবক। বলতে থাকেন বাবুল। তিনি বলেন-‘আমার এখানে আমার এক কলিগ উপজেলা চেয়ারম্যান ইংলিশ চিঠি নেয়ার পর আমি বললাম তুই পড়। ক’অজে আঁয়ি কেনে পইজ্জুম, আঁয়ার পিএস’এ পড়িত্তারিব (সে বলল আমি কিভাবে পড়ব, আমার পিএস পড়তে পারবে) তার মধ্যে ২৬টা ভুল। দয়া করে…।’

দৈনিক পূর্বকোণ বত্রিশ বছরপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল। পাশে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি : নয়াবাংলা

এসময় উপস্থিত অতিথিদের মুখে হাসি ছড়িয়ে পরে। তখন অনুষ্ঠান প্রান্তসীমায়। ক্লান্ত কলাকুশলীদের ছটফট দেখে ইতি টানার ইশারা করছিলেন সরাসরি সম্প্রচার সঞ্চালক সিনিয়র রিপোর্টার সাইফুল আলম। তার পাশে ঠাঁয় দাঁড়িয়ে নির্বাক দর্শক-শ্রোতার ভূমিকায় ছিলেন অনুষ্ঠানের মূল উপস্থাপক সাংবাদিক নিজাম হায়দার ছিদ্দিকী।

রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের বলন-ভঙ্গিতে হালকা মিষ্টি উষ্ণতায় ভড়ে উঠে অনুষ্ঠানের শেষাংশ। উষ্ণতা ছড়িয়ে পরে ক্লান্ত কলাকুশলীদের ওষ্ঠাদেশে। প্রাণ ফিরে পায় যন্ত্র এবং যান্ত্রিক। এসবের মাঝেই বলতে থাকেন উপজেলা চেয়ারম্যান বাবুল। বললেন-‘আমি প্রফেসর খালেদ সাহেবকে দেখেছিলাম তার ছেলের বিয়ের চিঠি দুই লাইনে লিখেছে-‘আমার ছেলের বিয়ে, আপনারা উপস্থিত হোন। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুন। -মোহাম্মদ খালেদ। সম্পাদকও লেখেন নাই। এমপি সাহেবও লেখেন নাই। ওই বিয়েতে খালি হাতে কেউ যায়নি।’

বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন-‘আমার মেয়ের বিয়েতে দশ হাজার লোক খেয়েছিল। আমি তো বাংলা। দয়া করি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হোন। কিন্তু বাংলা চিঠি দিতে যদি আপনার কষ্ট লাগে। আমেরিকা থেকে কোন দিন চিঠি বাংলায় আসবে না। জাপান থেকে কোন দিন বাংলায় আসবে না। সৌদি আরব থেকে কোন দিন চিঠি বাংলায় আসবে না। অতএব ভাষার প্রতি বক্তৃতা দিবেন ভাষা সৈনিক। আবার ভাষা সৈনিকের নাতির বিয়ের চিঠি যদি ইংরেজি হয় এটা কষ্ট লাগে। সবাইকে ধন্যবাদ।’ এসময় হাস্যরসের সৃষ্টি হয়। এরপর শেষ হয়ে যায় পূর্বকোণ বত্রিশ বছরপূর্তি উৎসবের প্রথম দিন। একে একে নিভে যায় সবগুলো আলোকবাতি। শুভ রাত্রি।

শেয়ার করুন