
কক্সবাজার : টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি বিজিবি।
শনিবার (৪ ফেব্রুয়ারী) ভোরে সাবরাং ইউনিয়নের লাফারগুনা সংলগ্ন নাফ নদীর তীরে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে একটি ইয়াবার চালান আসছে— এমন সংবাদের ভিত্তিতে ভোরে তার নেতৃত্বে বিজিবির একটি টিম ওই এলাকায় অভিযান চালায়।
তিনি জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে ৮০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়, যার দাম আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরে এগুলো ধ্বংস করা হবে।