চকরিয়া কোরক বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ

মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি : বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, অবকাঠামো সমস্যা, পিএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও পরীক্ষায় ভালো ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পঞ্চম শ্রেণির অভিভাবকদের নিয়ে স্কুল ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ।

সাংবাদিক মাষ্টার মো. রিদুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কমরেড নুরুল আবচার, সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, ম্যানেজিং কমিটির সদস্য মো. শফিকুল কাদের (কন্ট্রাক্টর), যুবলীগ নেতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সদস্য শওকত হোসেন, সদস্য ইসমত আরা বুলু, সদস্য সাইফুল কাদের সোহেল, বাবু অলসন বডুয়া, বদরুল ইসলাম বেদার, বাবু রিমন দাশ, এস এম এরফানুল হক, শাহরিন নেওয়াজ জিগার, তানজিনুল ইসলাম, মো. শাহ আলম, মো. এহেছান প্রমুখ।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক মো. শাহ নেওয়াজ, রশিদ আহমদ চৌং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোছাইন রানা, জমির উদ্দিন, লুৎফা খানম প্রমুখ।

অভিভাবকদের উদ্দ্যেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আজ শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে। জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। পহেলা জানুয়ারি সারাদেশে প্রতিটি বিদ্যালয়ে নতুন বই পৌঁছে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তাঁরই হাত ধরে আজ শিক্ষাকে এগিয়ে নিতে হবে অভিভাবকদের। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সুনামকে ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন