শ্রীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর মধ্যবাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সোর্সের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার এসআই শহীদুল ইসলাম মোল্লা জানান, গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুরের কালকিনি উপজেলার চর ঠেংগামারা বেপারী বাড়ির সোহরাব বেপারীর ছেলে মনিরুজ্জামান মনির (৩৪), চর ভেঙ্গামারী গ্রামের নূর মোহাম্মদ ঘরামীর ছেলে সমির ঘরামী (৩৪), কাষ্টগড় গ্রামের মিজান খলিফার ছেলে সজল খলিফা (৩১) এবং মিনাজদি গ্রামের হাওলাদার বাড়ির সোবাহান হাওলাদারের ছেলে আব্দুল বারেক হওলাদার (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে তারা স্বীকার করেছে। তাদেরকে রবিবার সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম, নারায়নগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন থানায় খুনসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।