হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল এলাকা থেকে একটি দেশীয় তৈরী এলজি (অস্ত্র) উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান ও এস.আই আবদুল হাকিম সংগীয় ফোর্স নিয়ে উপজেলার পশ্চিম মেখলের সৈয়দ আবদুল হোসেন হাজ্বী বাড়ির আবদুল হাকিমের ঘরের পেছন থেকে পরিত্যেক্ত অবস্থায় পরে থাকা একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে মডেল থানা পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত