সমাবেশ করতে না দেওয়ায় ‘কালো পতাকা মিছিল’ বিএনপির

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে বিএনপি ‘কালো পতাকা মিছিল’ করবে বলে বিকালে সংবাদ সম্মেলনে জানান তিনি।

তিনি বলেন, “আগামীকাল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টন কার্যালয়ের সামনে জনসভার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম। কিন্তু আমাদের তা দেওয়া হয়নি। বিএনপি যাতে জনসভা না করতে পারে তার জন্য যত উদ্যোগ গ্রহণ করা দরকার সেটি তারা করেছে। এটা সরকারের গণতন্ত্রবিরোধী ও গণতন্ত্রবিনাশী মানুষের মৌলিক অধিকার হরণকারী একটি প্রতিহিংসামূলক আচরণ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

“আমি জানাতে চাই, এই সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন