শনিবার আখেরি মোনাজাত
খাগড়াছড়িতে ৩ দিনের জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

মসজিদ সংলগ্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ইজতেমা এন্তেজামিয়া কমিটি।  ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ি : জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) খাগড়াছড়িতে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হবে। ইজতেমা উপলক্ষে জেলা সদরের জিরোমাইল মার্কায মসজিদ সংলগ্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ইজতেমা এন্তেজামিয়া কমিটি। শনিবার (২৪ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

গত বছরের ইজতেমার বিষয়টি মাথায় রেখে এবার দ্বিগুণেরও বেশি জায়গাজুড়ে প্রস্তুতি চলছে। মুসল্লিদের থাকার জন্য যে অবকাঠামো তৈরি করা হয়েছে তাতে ২০হাজার মুসল্লি থাকতে পারবে।

এছাড়াও এবারের ব্যাবস্থপনায় প্রায় ৬০হাজার মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করতে পারবে, মূলত এটা জেলা ইজতেমা হলেও খাগড়াছড়ি জেলা ছাড়াও রাঙ্গামাটি বান্দরবান সহ প্বার্শবর্তি জেলা থেকেও মুসল্লিরা সমবেত হবেন।

আগত মুসল্লিরা যাতে তাদের নিজ নিজ অবস্থান খুঁজে পায় সেজন্য মানচিত্রে উপজেলা ভিত্তিক নাম দিয়ে নির্দিষ্ট জায়গা দেখানো হয়েছে। এছাড়াও চিত্রে অস্থায়ী টয়লেট, ওজুখানা ও খাওয়ার পানি কোথায় তাও দেখানো আছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্চসেবকদের পাশাপাশি নিরাপত্তায় থাকবে পুলিশ, সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে দুটি পুলিশ বক্স বসানো হয়েছে।

ইজমেতা আয়োজক তাবলিগের মুরব্বিরা ইজতেমা সফলের জন্য সকল মোমেনদের আন্তরিক দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন