লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

ল্যাবএইডে লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

লাইফ সাপোর্টে আওয়ামী লীগ নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। গুরুতর অসুস্থাবস্থায় রাজধানীর ল্যাব এইডে লাইফসাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সেখানে ভর্তি হওয়ার পরে শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সেখানে।

সুরঞ্জিত সেনগুপ্তর ব্যক্তিগত সহকারী কামরুল হকের বরাতে জানা গেছে, চিকিৎসকরা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং সেজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলেই তাকে দেশের বাইরে নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন