গাজীপুরে সাড়ে ৫ মাস পর কবর থেকে গৃহবধূর কঙ্কাল উত্তোলন

আতিকুর রহমান : গাজীপুরের কালীগঞ্জে ৫ মাস ২০ দিন পর কবর থেকে নিহত দীপা সরকার ওরুফে এনি (২১) নামের এক গৃহবধূর কঙ্কাল উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের বরবোলা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে পুনঃ ময়না তদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের আলম, পিবিআই কর্মকর্তা রুহুল আমিন ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। নিহত দীপা সরকার ওরুফে এনি বনানী রয়েল ইউনির্ভাসিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষে মেধাবী ছাত্রী ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে স্বামী সবুজ চন্দ্র দাস, শ্বশুর উমেশ চন্দ্র দাস, শাশুড়ি কালাবুড়ি দাসসহ তাদের সহযোগীরা মিলে শ্বাসরুদ্ধ করে দীপা সরকারকে হত্যা করে। পরে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য স্বামীসহ তার পরিবারের লোকজন নিহতের গলায় রশি পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের লোকজন।

শেয়ার করুন