
চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার উত্তর জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাঈল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন ফাতেমা রিমা, হোসনে আরা বেগম অন্নি, নাজমা আকতার, শারমিন আকতার, আরিফুল ইসলাম চৌধুরী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন কামরুন্নাহার ও তাহিমা আকতার প্রমুখ।