
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট এলাকায় ককটেল বিস্ফোরণে তিন যুবলীগ কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন- মো. ফারুখ, মো. ইউনুছ ও মানিক। এদের মধ্যে
ইউনুছ ও মানিকের অবস্থা গুরুতর। তারা সকলেই স্থানীয় মুক্তিযোদ্ধা এলাকার সোহেল গ্রুপের সদস্য এবং 'পলিটেকনি মহিউদ্দিন'এর অনুসারী।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌণে আটটার দিকে এ ঘটনা ঘটে। এসময় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। ভয়ে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেটে ক্যাফে মহানগর এর সামনে 'পলিটেকনিক মহিউদ্দিনের অনুসারী সোহেল গ্রুপের কর্মীরা নিজেদের মধ্যে আভ্যন্তরীন কোন্দল নিয়ে সালিশে বসে। সালিশের এক পর্যায়ে মানিক নামের একজন একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একই গ্রুপের ইউনুস ও ফারুক আহত হয়। আর মানিক নিজেও বুকে আঘাত পায়। ইউনুস ও মানিকের অবস্থা গুরুতর বলে জানান প্রত্যক্ষদর্শী। পরে থানা পুলিশ এসে তাদের তিনজনকে নিয়ে যেতে দেখেছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
যোগাযোগ করা হলে বায়েজিদ বোস্তামী থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন-'ওই এলাকায় কিছু যুবক জড়ো হয়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে বিস্ফোরণের খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।'
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত