সংবাদ সম্মেলনে বক্তারা
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান : যুব সমাজকে বাঁচান

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান : যুব সমাজকে বাঁচান

শংকর চৌধুরী : বাংলাদেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ না হয়েও শুধুমাত্র ভৌগলিক অবস্থানগত কারণে আশির দশকের মাঝামাঝি সময় থেকে এদেশে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিভিন্ন দেশ থেকে চোরাচালান হয়ে আসতে থাকে। যা ক্রমে ব্যাপক প্রসার লাভ করার মাধ্যমে এদেশের যুবসমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠীকে মাদকাসক্ত করে তুলছে। যার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্থ হচ্ছে সামাজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। অনেক মানুষই না বুঝে শুধুমাত্র ভ্রান্ত ধারণা থেকে কিংবা অসৎ লোকের প্ররোচনায় ও প্রলোভনে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। মাদকাসক্তি থেকে পরিত্রাণের জন্য ব্যক্তি ও
পারিবারিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চাই যে কোন ব্যক্তি ও সমাজকে মাদক থেকে নিরাপদ রাখতে পারে।

বৃহস্পতিবার (১ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

জেলা প্রশাসন সহযোগিতায় তথ্য মন্ত্রালয়ের আওতাধীন গণসংযোগ অধিদপ্তর বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জেলা তথ্য কর্মকর্তা এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ কাজী মোঃ চাহেল তস্তরী। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার আবতাব উদ্দিন আহম্মদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ চাহেল তস্তরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের আগ্রসন থেকে মুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে বাবা-মা, শিক্ষক, ধর্মীয় গুরু ও রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়সহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। সমাজে এ মাদক অপব্যহার থেকে মুক্তির জন্য সন্তানদের প্রতি পিতামাতাদের ভূমিকা রাখার অনুরোধ
জানান তিনি।