
চট্টগ্রাম : অভিভাবকের চ্যালেঞ্জে ভাগ্যবদল হয়েছে ৪০২ জন পরীক্ষার্থীর। চট্টগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণ আবেদনের প্রেক্ষিতে ওই ফলাফল পরিবর্তন হয়। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ফলাফল প্রকাশের পর আশানুরূপ ফলাফল না হওয়ায় ৩ হাজার ৩২৫ জন পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে এ ফলাফল সংশোধন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের নিয়ম রয়েছে। এর প্রেক্ষিতে চট্টগ্রামের ২০ শিক্ষা থানার প্রাথমিক শিক্ষা সমাপনীর ২ হাজার ৯১৬ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ৪০৯ জন পরীক্ষার্থীর অভিভাবক পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। নিয়মানুযায়ী ২০০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে থানা শিক্ষা অফিসের মাধ্যমে আবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসে। পরবর্তীতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং থানা অফিসগুলোতে সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে এবার প্রাথমিকে ৩৪৫ জন ও ইবতেদায়ীতে ৫৭ জন পরীক্ষার্থীদের ফলাফল সংশোধন করা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় ও চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় সংশোধিত ফলাফলের একটি তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যে পরীক্ষার্থীদের ফলাফল সংশোধন হয়েছে, তাদের কাছেও একটি চিঠি পাঠানো হবে।
প্রাথমিক অফিস সূত্র জানায়, পুনঃনিরীক্ষণে কোতোয়ালী থানায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২০৮ জনের আবেদনের মধ্যে ১৫ জনের ও ইবতেদায়ীতে ১৩ জনের মধ্যে ৩ জনের ফল পরিবর্তন হয়েছে। চান্দগাঁওয়ে প্রাথমিকে ১৯৩ জনের আবেদনের মধ্যে ১০ জন ও ইবতেদায়ীতে ৩০ জনের মধ্যে ৫ জনের ফল পরিবর্তন হয়েছে। পাঁচলাইশে প্রাথমিকে ১৯৭ জনের আবেদনের মধ্যে ২৩ জন ও ইবতেদায়ীতে ১১ জনের মধ্যে ২ জনের ফল পরিবর্তন হয়েছে। বন্দরে প্রাথমিকে ৭৮ জনের আবেদনের মধ্যে ১১ জনের ফল পরিবর্তন হলেও ইবতেদায়ীতে ৩ জনের মধ্যে কারও ফল পরিবর্তন হয় নি। পাহাড়তলীতে প্রাথমিকে ২৭১ জনের আবেদনের মধ্যে ১৩ জনের ফল পরিবর্তন হলেও ইবতেদায়ীতে ৮ জনের মধ্যে কারও ফল পরিবর্তন হয় নি। ডবলমুরিংয়ে প্রাথমিকে ২৪১ জনের আবেদনের মধ্যে ২৯ জন ও ইবতেদায়ীতে ৬০ জনের মধ্যে ২১ জনের ফল পরিবর্তন হয়েছে। বাঁশখালীতে প্রাথমিকে ১৪২ জনের আবেদনের মধ্যে ৬ জন ও ইবতেদায়ীতে ৩৬ জনের মধ্যে ২ জনের ফল পরিবর্তন হয়েছে। রাউজানে প্রাথমিকে ১২২ জনের আবেদনের মধ্যে ২১ জন ও ইবতেদায়ীতে ৩৪ জনের মধ্যে ৩ জনের ফল পরিবর্তন হয়েছে। ফটিকছড়িতে প্রাথমিকে ১৪৭ জনের আবেদনের মধ্যে ২১ জন ও ইবতেদায়ীতে ৩০ জনের মধ্যে ৪ জনের ফল পরিবর্তন হয়েছে। পটিয়াতে প্রাথমিকে ২৫৫ জনের আবেদনের মধ্যে ৪১ জন ও ইবতেদায়ীতে ৩ জনের মধ্যে ১ জনের ফল পরিবর্তন হয়েছে। আনোয়ারায় প্রাথমিকে ৮৩ জনের আবেদনের মধ্যে ১৯ জনের ফল পরিবর্তন হলেও ইবতেদায়ীতে ৩ জনের মধ্যে কারও ফল পরিবর্তন হয় নি। বোয়ালখালীতে প্রাথমিকে ৭৮ জনের আবেদনের মধ্যে ১২ জন ও ইবতেদায়ীতে ৫ জনের মধ্যে ১ জনের ফল পরিবর্তন হয়েছে। লোহাগাড়ায় প্রাথমিকে ১৬৭ জনের আবেদনের মধ্যে ৩১ জন ও ইবতেদায়ীতে ২৪ জনের মধ্যে ৭ জনের ফল পরিবর্তন হয়েছে। চন্দনাইশে প্রাথমিকে ৭২ জনের আবেদনের মধ্যে ১০ জন ও ইবতেদায়ীতে ৮ জনের মধ্যে ১ জনের ফল পরিবর্তন হয়েছে। হাটহাজারীতে প্রাথমিকে ১৩৬ জনের আবেদনের মধ্যে ১৮ জন ও ইবতেদায়ীতে ১৬ জনের মধ্যে ১ জনের ফল পরিবর্তন হয়েছে। রাঙ্গুনীয়াতে প্রাথমিকে ১০৩ জনের আবেদনের মধ্যে ১৪ জনের ফল পরিবর্তন হলেও ইবতেদায়ীতে ৩ জনের মধ্যে কারও ফল পরিবর্তন হয় নি। মিরসরাইয়ে প্রাথমিকে ৯৫ জনের আবেদনের মধ্যে ১৮ জন ও ইবতেদায়ীতে ৫৩ জনের মধ্যে ১ জনের ফল পরিবর্তন হয়েছে। সীতাকুণ্ডে প্রাথমিকে ৮০ জনের আবেদনের মধ্যে ১৭ জন ও ইবতেদায়ীতে ৫৭ জনের মধ্যে ৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
চট্টগ্রাম জেলার ২০ শিক্ষা থানায় ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯৭.৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৩ জন। অন্যদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯০.৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৭২ জন।