খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

শংকর চৌধুরী : বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০২১-২০৪১ বাস্তবায়নের অভিযাত্রার ধারাবাহিকতায় সরকারের ডিজিটাল কার্যক্রম জনগণের নিকট প্রদর্শনের লক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

শনিবার (৩ মার্চ) সকালে পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইমলাম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনের পর প্রধান অতিথি কংজরী চৌধুরী মেলায় আগত অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় বক্তব্য রাখেন। মেলায় ৫৬টি স্টল স্থান পেয়েছে।