সাংসদের চিঠি-টোল-টেন্ডার কোনটি সত্য?
সেতুর টোলে উত্তাল বাঁশখালীর তৈলারদ্বীপ

টোল বাড়ানোর অনুরোধ জানিয়ে স্থানীয় সাংসদের ‘ভুয়া’ চিঠি। পাশে টোল আদায়ের রশিদ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : গত বেশ কিছু দিন ধরে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুর টোল নিয়ে ভিন্ন ভিন্ন খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। গুঞ্জনে ডাল-পালা ছড়িয়ে পরছে। আলোচ্য বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় সাংসদের একটি চিঠিকে পুঁজি করে চলছে টোল আদায়। অভিযোগ রয়েছে টোল আদায়ে কোন নিয়ম-নীতির তোয়াক্কা করছে না সংশ্লিষ্টরা। এ নিয়ে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। একে অপরকে প্রতিপক্ষ করে পাল্টা মতমত ও বক্তব্য দিয়ে নিজেদের বক্তব্য শুদ্ধ বলে দাবি করে আসছে। সাংসদ মোস্তাফিজুর রহমানের দাবী আলোচ্য চিঠিতে সিল ও স্বাক্ষর তার নয়। এ অবস্থায় মূল বিষয় জানতে উদগ্রীব এলাকার সাধারণ ভুক্তভোগী মানুষ। আসল সত্য কোনটি?

সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বিদ্যমান টেন্ডারের দাম বাড়িয়ে পুনরায় টেন্ডার আহবান করা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে সাংসদ তার সাক্ষরিত ওই আবেদনপত্রের বিষয়টি অস্বীকার করেন।

সাধারণ ড্রাইভার ও যাত্রীদের অভিমত, দাম বাড়িয়ে পুনরায় টেন্ডার দেয়া হলে তার নেতিবাচক প্রভাব সাধারণ জনগণের উপরেই পড়বে। গত ৪ ফেব্রুয়ারি সওজ চট্টগ্রাম জোন কার্যালয়ে সাংসদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতি বৈঠকও অনুষ্ঠিত হয় বলেও খবর প্রচার করে, তবে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী তার সাক্ষরিত ওই আবেদনপত্রের বিষয়টি অস্বীকার করেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংসদ দাবি করেন, সেতুর টোল বাড়িয়ে পুনরায় টেন্ডারের কোনো আবেদন তিনি করেন নি। বিষয়টি সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তবে সাংসদ স্বীকার করেন, ড্রাইভার ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মাননীয় সড়ক ও সেতুমন্ত্রীকে সেতুর টোল কমাতে বলেছি।

আগে প্রতি সিএনজি টেক্সি থেকে ৫ টাকা টোল আদায় করা হতো। কিন্তু সেতুমন্ত্রী বলেছেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেহেতু সেতুটি ১০৯ মিটারের বেশি, সেহেতু সম্পূর্ণ টোলমুক্ত করা সম্ভব নয়। আইনের বাধ্যবাধকতা আছে। তবে ১৬ টাকা থেকে কমিয়ে সিএনজি টেক্সি প্রতি এখন ৮ টাকা করে নির্ধারণ করতে বলেছেন।

তিনি আরো বলেন, কে বা কারা আমার প্যাড ও স্বাক্ষর জাল করে অতীতের ন্যায় ফায়দা লুটার চেষ্টা করছে। এছাড়া তিনি চালকদের বাড়তি এক টাকাও না দিতে অনুরোধ করেন।

এ বিষয়ে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, তৈলারদ্বীপ সেতুকে টোলমুক্ত করতে দীর্ঘদিন থেকে সাধারণ জনগণ নিয়ে আন্দোলন করছি। যেটি নিয়ে হাইকোর্টেও মামলা বিচারাধীন আছে।

বিপ্লব নাথ/ইমা

শেয়ার করুন