
চট্টগ্রাম : “সময় এখন নারীর : উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক, জেলা জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত র্যালীটি পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে পুনরায় পৌরসভা হলরুমে গিয়ে আলোচনা সভা করে। টাউন হলে নারী উন্নয়ন মেলার উদ্বোধনশেষে মেলার স্টল ঘুরে দেখেন।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার আহম্মদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুজা খীসা, জাতীয় মহিলা সংস্থা জেলা কমিটির সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, শাহেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।