
শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী কড়া পুলিশি প্রহরায় পালন করেছে খাগড়াছড়ি বিএনপি।
বৃহস্পতিবার (৮মার্চ) খাগড়াছড়ি বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থা কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে খাগড়াছড়ি জেলা বিএনপি আঞ্চলিক কর্মসূচী ঘোষণার হুমকি দেয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী নেতাকর্মীরা উপস্থিত হওয়ার আগে সকাল থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয় পুলিশ ঘিরে রাখে।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।