আতিকুর রহমান : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঠিক করবেন নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকবে সেই সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই সময় সরকারপ্রধান শুধু দৈনন্দিন কার্য সম্পাদন করবেন। বড় কোনো প্রকল্পের কাজ হাতে নিতে পারবেন না। বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ করলেও জাতীয় সংসদ নির্বাচনে নানা অভিযোগ তোলে। তারা বলে, সংসদ নির্বাচনে নাকি কারচুপি হবে। এটা তাদের অনুমানের কথা। তাদের যদি অন্য নির্বাচন জায়েজ হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচন জায়েজ হবে না কেন।
শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মৌচাক ইউনিয়ন পরিষদ চত্বরে সেভেন রিং সিমেন্ট ডিলার মিট অনুষ্ঠানে এজেন্টদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেভেন রিং সিমেন্ট ডিজিএম শিপলী রোমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল ওহাব মিয়া, সেভেন রিং সিমেন্টের গাজীপুর জোনের ডিলার মজিবুর রহমান, আমিরুল ইসলাম লিংকন প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত