ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় লাম ডং প্রদেশের ডা লাট নগরীর একটি বাগানবাড়িতে অগ্নিকান্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছে।
সোমবার (১২ মার্চ) রাতে পুরনো বাগান বাড়ির চারটি কুটিরে এই অগ্নিকান্ড ঘটে। মঙ্গলবার (১৩ মার্চ) প্রাদেশিক পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
এই ঘটনায় নুইয়েন থং থাং ৪৫, তার স্ত্রী ৪৫ এবং তাদের ১৫ বছর বয়সী ছেলে ও ১২ বছর বয়সী মেয়ে রয়েছে। অপর ব্যক্তি সম্ভবত তাদের অতিথি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এটি অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত