চট্টগ্রাম : নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম কারাগার থেকে বের হয়ে নগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনে আসেন বলে তার ব্যক্তিগত সহকারী মারুফুল হক জানিয়েছেন।
সেখানে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
গত ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গ্রেফতার হন শাহাদাত হোসেনসহ ১৯ নেতাকর্মী। ওইদিনের ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। একাধিকবার চট্টগ্রামের আদালতে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে গত ৭ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ শাহাদাত হোসেনসহ গ্রেপ্তার ১৯ জনের জামিন মঞ্জুর করে।
ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে বিস্ফোরণের ঘটনায় করা মামলা ও চট্টগ্রামের দুটি মামলায় উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পান শাহাদাত।
চট্টগ্রামের দুই মামলায় আগে জামিন পাওয়ার পর ফেনীর মামলার জামিন আদেশ মঙ্গলবার চট্টগ্রাম কারাগারে পৌঁছায়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত