[caption id="attachment_21352" align="aligncenter" width="691"]
আনোয়ারায় দেড়শ হৃদরোগী পেলো ফ্রি চিকিৎসা সেবা[/caption]
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার মহাল খান বাজারস্থ একটি বেসরকারী হাসপাতালে দেড়শ হৃদরোগীকে বিনা খরচে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
ভারতের প্রখ্যাত হৃদরোগ হসপিটাল (ফরটিস্ এসকটস) চট্টগ্রাম শাখার অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের এ সেবা প্রদান করেন।
রোববার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত রোগী দেখার এ আয়োজন করে ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটাল। রোগী দেখার পর হৃদরোগ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ডা. মো. তারিক বিন রশিদ, ডা. মো.সালাহ উদ্দিন, ডা. দীপংকর ও ডা. মো. ইমরান।
এ সময় ফরটিস্ এসকটসের মার্কেটিং অফিসার মো. নুরুল আবছার, ছায়াপথ ক্লিনিকের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্, পরিচালক নুরুল আবসার, জহির আহমদ উপস্থিত ছিলেন।
আধুনিক পদ্ধতিতে সহজ উপায়ে স্বল্প খরচে কিভাবে নিরাপদে হৃদরোগীদের চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
আনোয়ারায় বৃদ্ধা হৃদরোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. মো.তারিক বিন রশিদ। ছবি : নয়াবাংলা
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত