জাকির হোসেন মিলন হত্যা
খাগড়াছড়িতে বিএনপি ও ছাত্রদলের বিক্ষোভ

জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও পতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার (১৮ মার্চ) বেলা ১১টায় কলাবাগান এলাকা থেকে বিক্ষিভ মিছিল বের করে শহরের শাপ্লা চত্ত্বরের দিকে যেতে চাইলে পুলিশ বাধাঁ দেয়। পরে ভাঙ্গাব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ হোসেন সুমন, খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক একরাম হোসেন রানা প্রমুখ। এসময় জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।