[caption id="attachment_21414" align="aligncenter" width="691"]
সভায় বক্তব্য রাখছেন চীফ কমান্ডার (পূর্ব) ইকবাল হোসেন[/caption]
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে চট্টগ্রাম বিভাগের পক্ষে রেলওয়ের যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে জন সচেতনমূলক প্রচারাভিযান অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৯ মার্চ) নতুন রেলস্টেশন চত্বর থেকে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা রেলওয়ের সম্পদ চুরি, অবৈধ দখল রেল লাইনে আবর্জনা ফেলা বন্ধ করা, রেলওয়েকে নিরাপদ বাহন এবং যাত্রী সেবা বাড়াতে যাবতীয় সহযোগিতা কামনা করেন।
[caption id="attachment_21415" align="aligncenter" width="691"] প্রচারাভিযানে রেলওয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের শোভাযাত্রা[/caption]
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের চীফ কমান্ডার (পূর্ব) মো. ইকবাল হোসেন, বিভাগীয় রেঞ্জ ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, কমান্ড ক্যাম্প দপ্তর আশরাফুল ইসলাম, কমান্ড ক্যাম্প সদর মো. হাসান ইমাম, বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা মিজানুর রহমান, ডিএসটিই জাহেদ আবেদিন পাটোয়ারী তন্ময়, ডিএমই/লোকো রাজীব কুমার দেবনাথ, ডিইএন লিয়াকত আলী শরীফ খান, ডিইএন আতাউল হক ভুইয়া, আইসি ফাল্গুনী চৌধুরী, এসএমআর আবুল কালাম আজাদ, জিরআরপি থানা অফিসার ইনচার্জ এস এম শহিদুল ইসলাম, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকশনা সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত