বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

বোয়ালখালী উপজেলার পূর্ব ধোরলা আইপিএম ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত খাবার উৎপাদনের লক্ষ্যে ১৪ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবস ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সোমবার (১৯ মার্চ) সকাল ১০টায় আইপিএম ক্লাব ময়দানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং আমুচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম।

উক্ত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম। উদ্বোধক ছিলেন ৯নং আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছৈয়দ শহিদুল ইসলাম, এস এ পি পি ও ইশতিয়াক আহমদ আরিফ, উপসহকারী শেফু দাশ, তৃপ্তি ঘোষ, ফরিদুল আলম, শিবু নাথ।

বক্তব্য রাখেন আইপিএম ও কৃষক প্রশিক্ষক এস এম বাবর, আবু তাহের চৌধুরী, আবদুল হক সিকদার ও দফাদার হাবিবুর রহমান।

পরে মো. সিরাজুল হককে সভাপতি, নারায়ান সেনকে সাধারণ সম্পাদক, মো. সামশুল আলমকে কোষাধ্যক্ষ, মো. মোকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক, ইয়াসমিন আকতারকে মহিলা বিষয়ক সম্পাদিকা ও মো. আবুল কালামকে কার্যনির্বাহী সদস্য করে পূর্ব ধোরলা আইপিএম ক্লাবের কমিটি গঠিত হয়।

শেয়ার করুন