নারীদের ব্যবসায়িক নিবন্ধন সহজীকরণে উদ্যোগ নিয়েছে বিনিয়োগ বোর্ড

রপ্তানী খাতে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক নিবন্ধন সহজীকরণে উদ্যোগ নিয়েছে বিনিয়োগ বোর্ড।

রবিবার (১৮ মার্চ) বিকেল ৩টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সেমিনার হলে এ বিষয়ে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওআরজি কোয়েষ্ট রিচার্স লিমিটেড এর কর্মকর্তা সাব্বির হাসান ও শেখ হাফিজুর রহমান।

সভায় রপ্তানী খাতে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক নিবন্ধনে নানান জটিলতার কথা তুলে ধরে এটাকে আরো কিভাবে সহজ করা যায় এই বিষয়ে আলোক-পাত করা হয়।

সভায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক রোজিনা আক্তার লিপি, আমেনা ইসলাম কচি, ফেরদৌস ইয়াসমিন খানম প্রাক্তন পরিচালক রেখা আলম চৌধুরী, সদস্য বেবীহাসান, সিতারা রহমান, সায়রা বেগম-সহ রপ্তানী খাতে নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন