রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনে ফাটল : নকশা অনুমোদহীন তৃতীয় তলা সম্প্রসারণ

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনে হঠাৎ ফাটল দেখা দিয়েছে।। ঝুঁকিপূর্ণ পুরাতন দ্বিতল ভবনের উপর নির্মিত হচ্ছে বর্ধিত তৃতীয় তলা। এতে গোটা হাসপাতাল ভবনটিতে ভয়াবহ ঝুঁকি তৈরি হচ্ছে। আতংক ছড়িয়েছে লোকজনের মাঝে। দুর্ঘটনার আশংকায় সরিয়ে নেয়া হয়েছে ঝুঁকির মধ্যে পড়া রোগীদের ।

জেলা পরিষদের নিবার্হী প্রকৌশলী কাজী আবদুস সামাদ প্রতিবেদককে জানান, কোনো ধরণের নকশা অনুমোদন ছাড়া গণপুর্ত বিভাগের নির্মিত দ্বিতল ভবনে তৃতীয় তলা নির্মাণ করা হচ্ছে। এতে আমার কোন ধরণের সম্পৃক্ততা ছিল না। জেলা পরিষদের চেয়ারম্যানের বিশেষ বরাদ্ধে এ কাজ করা হচ্ছে । কতটাকা বরাদ্ধ তা আমি জানি না । রাঙ্গামাটি পৌরসভার শহর পরিকল্পনাবিদ জানান, নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুসরণ করা হয়নি।

জানা যায়, আশির দশকের দিকে নির্মিত ৫০ শয্যার রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনটি দ্বিতলবিশিষ্ট করে ১০০ শয্যায় উন্নীত করা হয় ১৯৮৩ সালে। এরপর আর ভবনটির কোনো সংস্কার বা পুননির্মাণ করা হয়নি। এর মধ্যে ২০০৫ সালে রাঙ্গামাটি পৌরসভা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আর্থ-কোয়াক রিস্ক রিডাকশন প্রোগ্রামের আওতায় পরিচালিত এক জরিপে এ জেনারেল হাসপাতাল ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপরও ঝুঁকিপূর্ণ ভবনের উপর জেলা পরিষদ কীভাবে নতুন তৃতীয় তলা নির্মাণ কাজ হাতে নিয়েছে, তা নিয়ে জনমনে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি সরেজমিনে হাসপাতাল গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার শিশু ও মহিলা ওয়ার্ডটি ফাঁকা পড়ে আছে। রোগীদের সরিয়ে নেয়া হয়েছে পাশের পুরুষ ও সংক্রমিত রোগীর ওয়ার্ডে। এমন পরিস্থিতিতে আতংক ছড়িয়েছে রোগী ও তাদের স্বজনসহ লোকজনের মাঝে।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. স্নে কান্তি চাকমা বলেন, এমন পরিস্থিতিতে অনাকাক্ষিত কোনো কিছুর দুর্ঘটনা থেকে রক্ষার জন্য এবং ভবনটির জরুরি কিছু সংস্কার কাজের প্রয়োজনে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে। প্রকৌশলীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গত শনিবার(৪ ফেব্রুয়ারি) হাসপাতালে ভবনটিতে ফাটল দেখা গেলে হৈ-চৈ পড়ে যায় । হাসপাতালে যাওয়া লোকজন দেখতে পেয়ে তৎক্ষানিক ডিপুটি সিভিল সার্জন তার কার্য্যালয়ে বৈঠক করেন , ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত শিশু ও মহিলা ওয়ার্ডের ঠিক নিচে ভীম ও আস্তরের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। খবর শুনে দেখতে ছুটে যান সিভিল সার্জন ডা. স্নেহা কান্তি চাকমা ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতানসহ প্রশাসনিক কর্মকর্তারা। দেখে চিহ্নিত হয়েছে, ভবনের দ্বিতীয় তলার শিশু ও মহিলা ওয়ার্ডের উপর নতুন তৃতীয় তলা নির্মাণের ভার সইতে না পারায় পুরাতন ভবনের নিচে ভীমে এবং আস্তরে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় দুর্ঘটনার আশংকায় তাৎক্ষণিক ওয়ার্ডটিতে থাকা প্রায় অর্ধ-শতাধিক রোগীকে জরুরি ভিত্তিতে পাশের ওয়ার্ডে সরিয়ে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওবায়দুর রহমান বলেন, শিশু ও মহিলা ওয়ার্ডের উপর তৃতীয় তলা নির্মাণের কারণে ওই অংশের নিচে ফাটল দেখা দেয়। এ কারণে জরুরি সভা করে প্রকৌশলীদের পরামর্শে রোগীদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মংক্যচিং মারমা সাগর বলেন, ২৫ জানুয়ারি থেকে হাসপাতাল ভবনটির ভীম ও আস্তরে ফাটল দেখা দেয়। এতে অনাকাক্ষিত দুর্ঘটনার আশংকায় শিশু ও মহিলা ওয়ার্ডের রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অপরিকল্পিতভারে আরেক তলা নির্মাণের ফলে অতিরিক্ত চাপের ভারসাম্য হারিয়ে এ ফাটলের সৃষ্টি হয়েছে। তাছাড়া হাসাপাতালের দ্বিতল ভবনটিকে ২০০৫ সালে ঝুকিঁপূর্ণ হিসেবে চিহ্নিত করে রাঙ্গামাটি পৌরসভা। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও রাঙ্গামাটি জেলা পরিষদ গত বছরের মাঝামাঝি হাসপাতাল সম্প্রসারণ করতে ভবনের তৃতীয় তলায় অপরিকল্পিতভারে ভবন নির্মাণ কাজ হাতে নেয়। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যেই অতিরিক্ত চাপে ভারসাম্য হারিয়ে হাসপাতাল ভবনে ফাটল সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন