ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস, জরিমানা মীরসরাইয়ে

মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্ধ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি মাছ আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আড়ৎগুলো হলো বারইয়ারহাট বাজারের কর্ণফুলী ফিশিং সেন্টার, মায়ের দোয়া মাছের আড়ৎ ও বাদশা মিয়া মাছের আড়ৎ।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা মাছ বাজারে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর মাছ বাজারে অভিযান চালানো হয়। এসময় তিনটি মাছের আড়তে জেলিযুক্ত প্রায় ৫৫০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। পরে স্থানীয় নর্দমায় কেরোসিন দিয়ে মাছগুলো ধবংস করা হয়।

শেয়ার করুন