
মীরসরাই প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত ১৫ দিনব্যাপী মীরসরাই স্বাধীনতা মেলার নবম দিন আজ। মীরসরাই উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছে স্বাধীনতা মেলার হাজারো দর্শক শ্রোতা।
আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা মেলার ৯ম দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সভাপতি উপজেলা জেলা নির্বাহী কর্মতা সাইফুল কবীর ও সাধারণ সম্পাদক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মন মাতানো পরিবেশনায় অংশ নেয় উপজেলা শিল্পকলা একাডেমি।
সানোয়ারুল ইসলাম রনি ও ঐশ্বরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে একে একে গান ও নৃত্যে পরিবেশনার মধ্য দিয়ে পুরো মেলা প্রাঙ্গন হয়ে উঠে প্রাণবন্ত।
অনুষ্ঠান শেষে মীরসরাই উপজেলা শিল্পকলা একাডেমির স্বাগত বক্তব্য রাখেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উয্যাপন পরিষদের মহাসচিব, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথসহ প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত