নারী-পুরুষ উভয়কেই একযোগে কাজ করতে হবে : সাবিহা নাহার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ ও বেসরকারী বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য সাবিহা নাহার বেগম বলেন, এলডিসি উত্তোরণের অর্জনকে ধরে রাখতে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।

রবিবার (২৫ মার্চ) চিটাগাং উইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে “এলডিসি উত্তোরণে নারী উদ্যোক্তাদের ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐক্যন্তিক প্রচেষ্টায় দেশের সাধারন জনগণকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করে আজকের এই অর্জন ছিনিয়ে এনেছেন। আমরা সকলে সমন্বিত ভাবে কাজ করে তার হাতকে শক্তিশালী করবো এবং এই অর্জনকে দীর্ঘমেয়াদী করে ধরে রাখতে সচেষ্ট থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভানেত্রী, উইম্যান চেম্বারের প্রাক্তন প্রেসিডেন্ট কামরুন মালেক বলেন, এখন আর নারীদের ঘরে বসে থাকার সময় নেই। আমরা ঘর থেকে বেরিয়ে নিজেদেরকে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে অংশীদারিত্ব অর্জন করতে সমর্থ হয়েছি। আমাদের সামনে কোন বাধাই আর বাধা হিসেবে দাঁড়াতে পারবে না।

সভাপতির বক্তব্যে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ও দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রাক্তন ফার্ষ্ট ভাইস-প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, বর্তমান সরকার নারী উদ্যেক্তাবান্ধব, যার প্রতিচ্ছবি ইতিমধ্যে আমরা সরকারের নানান কর্মকান্ডের মধ্যে দেখতে পাচ্ছি এবং সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিকতা এদেশের নারী উদ্যোক্তাদেরকে সাফল্যের পথে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার। সমাপনী বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

এছাড়াও উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, সাবেক প্যানেল মেয়র ও চিটাগাংউইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রাক্তন পরিচালক রেখা আলম চৌধুরীসহ উপস্থিত নারী উদ্যোক্তাবৃন্দ এলডিসি উত্তোরণে নারী উদ্যোক্তাদের ভূমিকার উপর বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠানের পুর্বে এলডিসি উদ্যাপনকে সামনে রেখে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী আগ্রাবাদ এলাকা প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন