বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল। রবিবার (২৫ মার্চ) সকালে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোড়ল এর নের্তৃত্বে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কারাগারে আটক বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাল সরকার, মাহমুদুল হাসান রনি, রাকিব সরকার, ইমরান চৌধুরী হিমু, মুরাদ হোসেন, এস এম সাদ্দাম হোসেন, রাসেল মাহমুদ, এ এইচ ফাহাদ ও জিলান হাসনাত প্রমূখ। একই সাথে নেতা কর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে প্রহসন উল্লেখ করে রায় ও মামলা প্রত্যাহারের দাবী জানান।