চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লব উদ্যানে শ্রদ্ধার্ঘ নিবেদন

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দুইদিন ব্যাপী কর্মসূচির ২য় দিনে সোমবার (২৬ মার্চ) সকালে নগরীর ২ নং গেইটস্থ শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানের বিপ্লব বেধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের নেতৃত্বে পুস্প অর্পণ শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়াই ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এটাই সত্যিকারের ইতিহাস। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব সরকার শহীদ জিয়াকে বীরউত্তম উপাধি দিয়েছিলেন। বর্তমান সরকারের মন্ত্রী-এমপি যারা শহীদ জিয়াকে কটাক্ষ করে তারা সেদিন মুক্তিযুদ্ধ করেনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৭ বছর পরও এদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। স্বাধীনতাকে একটি গোষ্ঠী তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। বর্তমানে দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও কথা বলার স্বাধীনতা বলতে কিছুই নেই। সব কিছু চলছে স্বৈরাচারী কায়দায়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অস্তিত্ব থাকত না।
তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। স্বাধীনতার এ মাসে মিথ্যা সাজানো মামলায় বেগম জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে শেষ বারের মত নির্বাসনে পাঠিয়ে স্বৈরতন্ত্রের নাম লেখিয়েছে অবৈধ সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বেগম রোজী কবীর, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা নূরী আরা সাফা, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি হারুন জামান, ছৈয়দ আহমদ, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. ইকবাল চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, এস এম আবুল ফয়েজ, উপদেষ্টা নবাব খান, যুগ্ম-সম্পাদক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, মোশারফ হোসেন দিপ্তী, সামশুল হক, গাজী মো. সিরাজউল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, হাজী মো. তৈয়ব, প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মবিন, মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, শেখ নুর উল্লাহ বাহার, সহসাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আশু, জহির আহমদ, সম্পাদকমণ্ডলীর সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, হামিদ হোসেন, হাজী নুরুল আকতার, ডা. এস এম সরওয়ার আলম, নুরুল আকবর কাজল, দিদারুল আলম চৌধুরী, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, সহসম্পাদকবৃন্দ আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, খোরশেদ আলম কুতুবী, মো. শাহজাহান, মো. আবু মুসা, সফিক আহমদ, আলমগীর নূর, নকিব উদ্দিন ভুঁইয়া, আবদুল মতিন, ফয়েজ আহমদ, আবুল খায়ের মেম্বার, ডা. শাকির উর রশিদ, মোস্তাফিজুর রহমান ভুলু, আবদুল হাই, আলী আজম, সালাহ উদ্দিন লাতু, থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, মনির আহমদ চৌধুরী, রোকন উদ্দিন মাহমুদ, নগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী মো. হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. ছাদেক, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভুলু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. মহসিন, সাইফুর রহমান চৌধুরী শপথ, আবদুল মান্নান রানা, মামুনুর রশিদ শিপন, এ কে এম ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, শেখ রাসেল, জমির উদ্দিন, নাহিদ প্রমুখ।

শেয়ার করুন