[caption id="attachment_21691" align="aligncenter" width="691"]
ওপেন গলফ টুর্নামেন্ট শুরু খাগড়াছড়িতে[/caption]
খাগড়াছড়িতে এই প্রথম সেনা রিজিয়নের আয়োজনে চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে ওপেন গলফ টুর্নামেন্ট।
সোমবার (২৬ মার্চ) সকাল ৮ টায় সেনানিবাসস্থ চেঙ্গি গলফ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদদ।
[caption id="attachment_21692" align="aligncenter" width="691"] ওপেন গলফ টুর্নামেন্ট শুরু খাগড়াছড়িতে[/caption]
ওপেন গলফে অংশ নিচ্ছেন বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের ৪৩ জন গলফার। ২৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলাশেষে পুরুস্কার বিতরণ করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত