ফৌজদারহাট ক্যাডেট কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ফৌজদারহাট ক্যাডেট কলেজে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম : চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ সাজসজ্জ্বা করা হয়েছে। ২৬ মার্চ সকাল ৮টায় ক্যাডেট, সকল কর্মকর্তা ও কর্মচারী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়।

দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করতে কলেজ অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর কলেজের পক্ষ থেকে মনুমেন্ট এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে ওল্ড ফৌজিয়ান এসোসিয়েসন এর পক্ষ থেকে গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ হেলাল মোখলেস আলম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ এ্যাডজুটেন্ট, মেডিক্যাল অফিসার, অনুষদ সদস্য ও ওল্ড ফৌজিয়ানগণ। পরে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের ১৪তম ব্যাচের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৮জন ক্যাডেট শহীদ হন এবং বিভিন্ন ব্যাচের ৪৮ জন ক্যাডেট মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন