যুবলীগ নেতা সম্রাটের ১০ বছর কারাদণ্ড

যুবলীগ নেতা সম্রাট। ফাইল ছবি

কুষ্টিয়া : অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহবায়ক জেডএম সম্রাটকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ মোহাঃ আমীনূল ইসলাম এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি সম্রাট ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে কুষ্টিয়া রেণউইক কমলাপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ সম্রাটকে আটক করে। এরপর ২০০৯ সালের ৪ জুলাই রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ।

এসময় আসামি সম্রাটের দেখানো মঙ্গলবাড়ীয়ার পান্না মালিথার বাড়ির পাশের একটি বাঁশ ঝাড়ের নীচ থেকে পলিথিনে মোড়ানো সচল অবস্থায় একটি উন্নতমানের একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

এই মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণশেষে আসামি সম্রাটের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট শামসুজ্জামান মনি এবং আসামি পক্ষে ছিলেন এ্যাড.কাজী মখসুদুল আলম।

শেয়ার করুন