দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল সগীরের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম : আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক, চট্টগ্রাম সংবাদপত্রের পথিকৃৎ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ আবদুল্লাহ আল সগীরের ২৭মতম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের এদিনে তিনি ইন্তেকাল করেন। মরহুম আবদুল্লাহ আল সগীর বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের প্রথম আহবায়ক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সরকার ঘোষিত প্রথম প্রেস কমিশনের সদস্য, জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, হাটহাজারী ড. শহীদুল্লাহ একাডেমী উচ্চ বিদ্যালয় এবং গড়দুয়ারা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

মরহুম আবদুল্লাহ আল সগীরকে ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। এছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী ও জনসেবামূলক প্রতিস্ঠানের সাথেও জড়িত ছিলেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ আছর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের গড়দুয়ারাস্থ গ্রামের বাড়ী সংলগ্ন মাদ্রাসায় খতমে কোরআন ও শাহ আমানত দরগাহ লেনস্থ তনজিমুল সোমলেমিন এতিমখানাসহ অন্যান্য সংগঠনও বিণিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানসমূহে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদপত্র শিল্পের কারিগর আবদুল্লাহ আল সগীর

শেয়ার করুন