মোস্তফা-হাকিম কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সনদ আর পাশ করার জন্য পড়াশুনা নয়, পড়াশুনা হতে হবে জ্ঞান অর্জনের জন্য

চট্টগ্রাম : সনদ আর পাশ করার জন্য পড়াশুনা নয়, পড়াশুনা হতে হবে জ্ঞান অর্জনের জন্য। সাথে সাথে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজ সেবায় অবদান রাখতে হবে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলম।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, সহকারী অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, সিনিয়র প্রভাষক মো. আবু ছগির, কাজী মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

শেয়ার করুন