মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবরণ আদালতের রায়ে হয়েছে। রায়ে কেউ সন্তুষ্ট না হলে আপিল করতে পারবেন। এ ব্যাপারে সরকারের কোনো হাত নেই।
শনিবার (৩১ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন, নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কমকর্তা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া প্রমুখ বক্তব্য দেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত