[caption id="attachment_2202" align="aligncenter" width="612"]
ফোক গানের সম্রাজ্ঞী শিল্পী মমতাজ। ফাইল ছবি[/caption]
'অ্যাম্বাসাডর ফর এডুকেশন' শীর্ষক অস্ট্রেলিয়ান একটি শিক্ষাবিষয়ক সংস্থার শুভেচ্ছাদূত হলেন ফোক গানের সম্রাজ্ঞী শিল্পী মমতাজ। রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মমতাজ। অস্ট্রেলিয়ান শিক্ষাবিষয়ক সংস্থার পক্ষে এখন থেকে তিনি বাংলাদেশে শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করবেন। এ ছাড়াও তিনি শিক্ষাব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের ভূমিকা ও নানা পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন।
শুভেচ্ছাদূত হওয়ায় উচ্ছ্বসিত মমতাজ বলেন, 'অ্যাম্বাসাডর ফর এডুকেশন'-এর শুভেচ্ছাদূত হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের দেশে শিক্ষাব্যবস্থা এখনও আশানুরূপ জায়গায় পৌঁছতে পারেনি। তাই শিক্ষাব্যবস্থা আরও উন্নত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করবো।বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেমিনার করব। বাংলাদেশে শিক্ষার উন্নয়নে অস্ট্রেলিয়ার নানামুখী পদক্ষেপ শিক্ষার্থীদের কাছে তুলে ধরব। পাশাপাশি শিক্ষাবিষয়ক আলোচনা ও কনসার্টেও অংশ নেব।'
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত